সারাদেশ

কক্সবাজারে বিএনপি নেতার উপর গুলিবর্ষণ

Published

on

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে লিংকরোডের মুহুরীপাড়ার নিজ বাড়ির উঠানে বসে থাকা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর লিয়াকত আলী পরিবারের সঙ্গে উঠানে বসে কথা বলছিলেন। এ সময় আচমকা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁর পিঠ ও মাথায় গুলি লাগে। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত বিএনপি নেতা লিয়াকত আলী বলেন, আমি পরিবারের সঙ্গে বসে কথা বলছিলাম। হঠাৎ গুলি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ি।এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংকরোড অংশে বিক্ষোভে নামেন। তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলী দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version