top1

জাপা–এনডিএফের প্রার্থিতা অবৈধ কেন নয়: হাইকোর্টের রুল

Published

on

জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন বেঞ্চ এ রুল দেন।

এর আগে ৭ জানুয়ারি জাপা ও এনডিএফকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবিতে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে হাইকোর্ট।সেদিন দ্বৈত বেঞ্চে শুনানির সময় আদালত ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে জানতে চান—১০ জানুয়ারি পর্যন্ত যেসব প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের কেউ আপিল করেছেন কি না এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কি না। আদালতকে তথ্য জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশও দেওয়া হয়।

তারও আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জিএম কাদেরের জাপা, আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে রিট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version