বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ী ও নকলায়।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এই পথসভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
উপজেলা জামায়াতের সেক্রেটারী শাহাদাত হোসেন বিএসসির সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
এছাড়াও জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ফারদিন হাসান হাসিব, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু সিনা মোহাম্মদ জুবায়ের, নকলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
পথসভা শেষে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে একটি মোটরসাইকেল শোভাযাত্রা নালিতাবাড়ী থেকে নকলায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।