top1

পেঁয়াজের দাম না নামলে আসবে আমদানির সিদ্ধান্ত -বাণিজ্য উপদেষ্টা

Published

on

ডেস্ক নিউজ 

চলমান সপ্তাহের মধ্যে বাজারে পেঁয়াজের দাম না নামলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গত রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এবং কোনো সংকট নেই। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ইতোমধ্যেই ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করেছে বলে জানান তিনি। 

তিনি জানান, ইতোমধ্যেই পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০টি আবেদন পড়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে বাজারের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন ইস্যু করা হবে। 

তিনি হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে যাওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বাজার তদারকি ও সিন্ডিকেটকেই দায়ী করছেন এই দ্রুত মূল্যবৃদ্ধির জন্য। বাজার স্বাভাবিক রাখতে সীমিত পরিমাণ পেঁয়াজ আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। ট্যারিফ কমিশন জানিয়েছে, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর মাসে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version