রাজনীতি

পেলেন ছাত্রদলের পদ, অথচ জানেন না তিনি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একজনের অজান্তেই তাঁকে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। না চাইতেই পদ পাওয়া তরুণের নাম রাজ তালুকদার। তিনি বাঁশবাড়িয়া গ্রামের আনিছ তালুকদারের ছেলে। এ বছর বাঁশবাড়িয়া ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

জানা গেছে, সম্প্রতি উপজেলার ৫টি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম।

বৃহস্পতিবার রাতে রাজ তাঁর ফেসবুকে পোস্ট করে অভিযোগ করেন, ইউনিয়ন ছাত্রদলের ঘোষিত কমিটিতে তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রাজ তালুকদার বলেন, ‘ছাত্রদলের কমিটি সম্পর্কে আমি কিছু জানি না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না। এখনও নেই। বিষয়টি ইতোমধ্যে ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি।’

এদিকে রাজের পোস্টটি স্থানীয়ভাবে ভাইরাল হলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা রাজের এমন ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য তাঁর কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন। হঠাৎ তাঁর (রাজ) এই কর্মকাণ্ড তাঁকে অবাক করেছে। দলের হাই কমান্ডের সঙ্গে কথা বলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version