top1

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বললেন ইইউয়ের প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস

Published

on

“বাংলাদেশে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য” বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট নয়, শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সবার অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ।

ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষক বলেন, সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ। আমি আপনাদের নিশ্চিত করছি, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে। ১৪ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমি সংবাদ সম্মেলন করবো।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইইউর সাক্ষাৎ প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে আইজাবস বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে ইইউ বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। ইইউ মনে করে, বাংলাদেশের নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার সক্ষমতা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version