নারী

বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

অভিযান চলাকালীন ফাইল ছবি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, আয়োডিনবিহীন লবণ ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদের অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৭ জুন) উপজেলার অলি বেকারী সংলগ্ন এলাকায় ও কানুনগোপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

অভিযানে আল কুতুবিয়া নামক বেকারিকে ৫০ হাজার, কানুনগোপাড়া বাজারের মিলন সুইটসকে ৩০ হাজার এবং শুভ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘বেকারিতে খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি উপেক্ষা, আয়োডিনবিহীন লবণ ব্যবহার, খাদ্যে ক্ষতিকর রঙের প্রয়োগ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে এ জরিমানা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর টিটু কান্তি পাল ও বোয়ালখালী থানা পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version