Connect with us

top1

ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান

Published

on

আফগান সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির ভারতের বিরুদ্ধে নতুন এক সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইসলামাবাদের সামরিক শক্তির সম্প্রসারণ ভারতের ভূ-রাজনৈতিক সীমাবদ্ধতার ভুল ধারণাকে পুরোপুরি উড়িয়ে দিতে সক্ষম।

পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত মিলিটারি একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে অসীম মুনির স্পষ্ট করে বলেন, পারমাণবিক যুগে যুদ্ধের কোনো স্থান নেই। তারপর ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘একটি ছোট উসকানিও পাকিস্তানের পক্ষ থেকে ‘নিশ্চিত, সীমার বাইরের’ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘যদি নতুন করে সম্ভাব্য বৈরীতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে।’’

অসীম মুনিরের ভাষায়, পাকিস্তান অত্যন্ত প্রতিশোধমূলক আঘাত দিয়ে যে সামরিক ও অর্থনৈতিক ক্ষতি ঘটাবে, তা অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনার বাইরে থাকবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘‘আগামী উত্তেজনার দায়ভার সম্পূর্ণ ভারতের ওপর থাকবে, যা পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে।’’

এই হুঁশিয়ারি এমন সময় এসেছে যখন পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় চলমান সংঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছেন। গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি তীব্র হয়।

এর আগে ১৬ এপ্রিল ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তৃতায় ফিল্ড মার্শাল অসীম মুনির বলেছিলেন, ‘‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, কাশ্মির আমাদের জগুরাল শিরা, এটি আমাদের জগুরাল শিরা থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মিরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনও একা ছেড়ে দেব না।’’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.