Connect with us

ক্যাম্পাস

রাকসু নির্বাচনের প্রচারণার সময় বাড়ল, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত

Published

on

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা এখন আরও দীর্ঘ সময় প্রচার চালানোর সুযোগ পেলেন।

শনিবার (৪ অক্টোবর, ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের প্রচার কার্যক্রমের সময় ৫ অক্টোবর সকাল ৮ টা থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত চলবে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই এবার প্রচারণার সময় বৃদ্ধি করা হলো।

বর্ধিত প্রচারণার সময়কালে সকল প্রার্থীকে পূর্বের ন্যায় নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। 

Copyright © 2025. powered by All Time News.