রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন আমজাদ হোছাইন। নির্বাচনী প্রচারণায় শিক্ষার্থীদের সামনে নিজের ভিশন ও প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, “হল সংসদ হবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আসল প্ল্যাটফর্ম। স্বচ্ছতা, জবাবদিহি ও সেবামূলক নেতৃত্বই হবে আমার মূল অঙ্গীকার।”
দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় আমজাদ বর্তমানে রাজশাহীস্থ কক্সবাজার জেলা ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে হলে শিক্ষাবান্ধব, শান্তিপূর্ণ ও সেবামূলক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
প্রধান প্রতিশ্রুতিগুলো হলো—
- হল বাজেটের পূর্ণাঙ্গ অডিট প্রকাশ
- ন্যায্য সিট বণ্টন নীতি প্রণয়ন
- উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট
- ভর্তুকির মাধ্যমে খাবারের মানোন্নয়ন ও মূল্য নির্ধারণ
- প্রভোস্টের স্বাক্ষর বাবদ ৫০ টাকা ফি নিয়ম বাতিল
- গ্যারেজ ও প্রতিটি ব্লকে সুপেয় পানির ফিল্টার স্থাপন
- দুই মাস অন্তর প্রশাসন ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা
- কর্মকর্তা–কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ
- হলের অফিসিয়াল ওয়েবসাইট চালু
- ধর্মীয় সম্প্রীতি ও উৎসবে সবার অধিকার নিশ্চিতকরণ
- ডিবেটিং ক্লাব, স্পোর্টস ক্লাব ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়ন
- হলে মেডিকেল কর্নার ও এলামনাই এসোসিয়েশন গঠন
- সবুজায়ন কর্মসূচি
- ক্যাম্পাসে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়ানো
- অনাবাসিক শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান
- প্রক্টরিয়াল বডি ও থানার সমন্বয়ে নিরাপত্তা জোরদার
শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে আমজাদ বলেন, “আমার প্রতিটি পদক্ষেপ হবে সবার জন্য উন্মুক্ত। আমি চাই শাহ মখদুম হলকে একটি মডেল হলে পরিণত করতে।”
ভোটার শিক্ষার্থীদের অনেকে মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে আমজাদ হোছাইন হলে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।