Connect with us

রাজনীতি

শিবিরের সাবেক শীর্ষ নেতা যোগ দিলেন ছাত্রদলে 

Published

on

খাগড়াছড়িতে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেলের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান।

রবিবার, ২৩ নভেম্বর সন্ধ্যায় অর্ধশতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে তিনি বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

এসময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

নবাগতদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বেও ইতিবাচক পরিবর্তন আসছে। রুবেলদের যোগদান তার প্রমাণ। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখবে।

ছাত্রদলে যোগদানকারী মো. রুবেল জানান, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী নিয়ে নানা প্রশ্ন তার মনে তৈরি হলে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ান। এরপর ছাত্রদলে যোগ দেওয়ার সিদ্ধান্তে নানা হুমকির মুখেও পড়তে হয়েছে তাকে।

নিজের অতীত প্রসঙ্গে রুবেল বলেন, জীবনের অনেকটা সময় ভুল পথে কেটেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলার কারণে ভুল সিদ্ধান্ত নিয়েছি। মামলা-ঝামেলায় জড়িয়েছি। এখন সঠিক পথে নতুন করে শুরু করতে চাই।

প্রসঙ্গত, ২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হওয়া রুবেল রামগড়, পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্ন ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা অফিস সম্পাদক, প্রশিক্ষণ সম্পাদক এবং ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *