রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সংগীত বিভাগের শিক্ষার্থী অনিক মল্লিকের পাশে দাঁড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা জেলা সমিতি। অনিকের চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তার জন্য সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন চার রাস্তার মোড়ে একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন সংগীত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক মল্লিক। দুর্ঘটনায় তাঁর ডান পায়ের হাড় সম্পূর্ণ ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সহপাঠীর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে আসে খুলনা জেলা সমিতি। সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ নাঈমুল হাসান খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৈবুর শেখ এবং সাংগঠনিক সম্পাদক রাফায়েল আলম তমো।
এ প্রসঙ্গে খুলনা জেলা সমিতির সভাপতি মোঃ নাঈমুল হাসান খান বলেন, “অনিক মল্লিক দাদা আমাদের সকলের গর্ব। তিনি শুধু মেধাবী ছাত্রই নন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুলনা জেলা সমিতির একজন প্রাণবন্ত সদস্য। এই কঠিন সময়ে আমরা তার পাশে দাঁড়াতে পেরে খুশি। শুধু আর্থিক সাহায্যই নয়, মানসিক সমর্থন ও একতার শক্তি—এগুলোই দাদার দ্রুত সুস্থ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি, সকলের সহযোগিতা ও দোয়ার ফলে দাদা দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরবেন। সমিতির এই মানসিক ও আর্থিক সহযোগিতা যেন সকল সদস্যের জন্য একটি উদাহরণ হয়ে থাকে। শুধু সংগঠন নয়, পরিবারের মতো একে অপরের পাশে থাকা—এই ধারা আমরা অব্যাহত রাখব।”