ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যময় মৃত্যুর ঘটনায় প্রশাসনের গাফিলতি ও প্রহসনের প্রতিবাদে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এসময় উক্ত শিক্ষার্থীদের হাতে ‘প্রশাসনের প্রহসন, মানি না মানবো না; তুমি কে আমি কে, সাজিদ সাজিদ এবং সাজিদের মৃত্যুর সময় লন্ডনে অবস্থানরত উপাচার্যকে নিয়ে ‘লন্ডন কেমন দেখলেন স্যার?; নেক্সট ট্যুর কোথায়?’ ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন বলেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যু স্বাভাবিক কোন মৃত্যু নয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে এটা স্পষ্ট হয়ে গেছে যে পুকুরে ডুবে তার মৃত্যু হয়নি। তাকে অবশ্যই হত্যা করা হয়েছে। সাজিদের লাশ দীর্ঘ সময় ভেসে থাকলেও সেখানে প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। তার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানোর সময়ও প্রশাসন লিখিত দিতে চায়নি। প্রশাসনের এই প্রহসন আমরা মেনে নিতে পারছি না। আমরা অতিদ্রুত সাজিদের মৃত্যুর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানাই। তারা আরও বলেন, বুঝলাম ভিসি স্যার দেশের বাইরে ছিলেন। কিন্তু সেখানে বসেও তো তিনি সাজিদের পরিবার বা কাছের বন্ধুবান্ধবদের সাথে কথা বলতে পারতেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা দিতে পারতেন। এছাড়া দায়িত্বরত রুটিন ভিসিও আসেনি। প্রশাসনের আচরণে আমাদের এমনটা মনে হচ্ছে যেন কিছুই হয়নি। প্রশাসনের এমন উদাসীন আচরণের প্রতিবাদে আজকে আমাদের এই মৌন অবস্থান কর্মসূচি।