Connect with us

খেলাধুলা

৩৬ ধাপ ওপরের বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাঘিনীরা

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে বাহরাইনের মেয়েরা। কিন্তু মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা গেল না। এএফসি উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বে শক্তিশালী বাহরাইনকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের ১২৮ র‍্যাঙ্কিংয়ের বিপরীতে মধ্যপ্রাচ্যের দেশটির র‍্যাঙ্কিং ৯২।

রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াংগুনে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধেই ৫ গোল করে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। গোলের সূচনা করেন শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠ থেকে লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে বাহরাইনের গোলরক্ষককে চিপ শটে পরাস্ত করেন তিনি। এরপর ১৫তম মিনিটে স্বপ্না রানীর পাস থেকে বাম পায়ে চমৎকার শটে স্কোরলাইন ২-০ করেন ঋতুপর্ণা চাকমা।

৩২তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা খাতুন হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে বাংলাদেশ থেমে থাকেনি। ৪০তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন কোহাতি কিসকুর।প্রথমার্ধের যোগ করা সময়ে দুইটি গোল করেন তহুরা খাতুন। প্রথমটি গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে প্রবেশ করে। আরেকটি আসে শামসুন্নাহার জুনিয়রের কাটব্যাক থেকে নিখুঁত টোকায়।

দ্বিতীয়ার্ধে কিছুটা গতি কমলেও বাংলাদেশ দুইটি গোল করে স্কোরলাইন ৭-০তে নিয়ে যায়। ৫৬তম মিনিটে আত্মঘাতী গোল করেন বাহরাইনের রাওয়ান আলালি। এরপর ৭৪তম মিনিটে গোল করে বাংলাদেশের হয়ে সপ্তম গোলটি করেন মুনকি আক্তার।

এই জয়ে বাছাইপর্বে দারুণ সূচনা করল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ জুলাই স্বাগতিক ও র‍্যাঙ্কিংয়ের ৫৫তম দল মিয়ানমারের বিপক্ষে। এরপর ৫ জুলাই গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে র‍্যাঙ্কিংয়ে ১৪১ নম্বরে থাকা তুর্কমেনিস্তানের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.