Connect with us

top1

৫৮ শতাংশ মার্কিনি ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট 

Published

on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিন দিন কমছে। দ্বিতীয় মেয়াদে জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে তার প্রতি সমর্থনের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সংবাদ সংস্থা রয়টার্স ও গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। খবর আল জাজিরার।

জরিপের প্রতিবেদনে অনুযায়ী গত মে মাসে তার প্রতি অসন্তোষ জানায় ৫২ শতাংশ উত্তরদাতা। এরপর গত ছয় মাসে তার প্রতি সমর্থন আরো কমেছে। নভেম্বরে চালানো জরিপে ৫৮ শতাংশ উত্তরদাতা তার প্রতি অসন্তোষ জানান। আর তার প্রতি সমর্থন গত মে মাসের মতোই ৪০ শতাংশে রয়ে গেছে।

এই মাসে ছয় দিন ধরে পরিচালিত অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজার ২০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। জরিপে তারা শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে তাদের মতামত এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা কাকে ভোট দেয়ার পরিকল্পনা করছেন সে সম্পর্কে প্রশ্নের উত্তর দেন।

প্রতিবেদনে দেখা যায়, ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের তুলনায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে বেশি উৎসাহী।

নিজেদের ডেমোক্র্যাট বলে পরিচয় দেয়া প্রায় ৪৪ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তারা ২০২৬ সালের নির্বাচনে ভোট দেয়ার ব্যাপারে ‘খুব উৎসাহী, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ২৬ শতাংশ।

প্রায় ৭৯ শতাংশ ডেমোক্র্যাট বলেছেন যে তারা মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে আফসোস করবেন, যেখানে রিপাবলিকানদের সংখ্যা ৬৮ শতাংশ।

আগামী বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে, একইভাবে ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনের জন্যও ভোটগ্রহণ হবে। বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *