Connect with us

আইন-আদালত

কুষ্টিয়ায় উচ্ছেদ অভিযান, তোপের মুখে ম্যাজিস্ট্রেট

Published

on

অলটাইম ডেস্ক

কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চার ঘণ্টা চলে এ অভিযান। অভিযানে প্রায় ২৫টি অবৈধ দোকানপাট ও স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার সদস্যরা।

অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন স্থানীয় কিছু ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন। তবে প্রশাসনের কঠোর অবস্থানে কোনো বাঁধা ছাড়াই শেষ হয় উচ্ছেদ অভিযান।

পৌরসভা সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে কলেজ মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে দোকান ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। বারবার সতর্ক করা সত্ত্বেও দখলদাররা জায়গা ছাড়েননি। শহরের অন্যতম ব্যস্ত সড়ক এটি। যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতেই এ অভিযান। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন,“কিছুটা সমস্যা হচ্ছিল। শহরকে দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের উপযোগী করতে এই অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে শহরকে শৃঙ্খলিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *