Connect with us

সারাদেশ

এনসিপি ‘মাই ম্যান’ পলিটিক্স করবে না: সারজিস

Published

on

২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়নি উল্লেখ করে একে করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে দীর্ঘ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এনসিপি কোনো ‘মাইম্যান পলিটিক্স’ করবে না বলে জানিয়েছেন সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে (২০২৫) তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, শৃঙ্খলায় একটি চেইন অব কমান্ড থাকা অত্যাবশ্যক। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি ইউনিট সংঘবদ্ধ হবে। যদি অন্তর দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে ওঠা যায়, তবে আমাদের ইউনিটের সদস্য সংখ্যা ও কোয়ালিটি যেকোনো দলের ছাত্র সংগঠনের চেয়ে বেশি হবে। আপনারাই আগামীতে সংগঠনকে নেতৃত্ব দেবেন। তবে দুঃখজনক হলেও সত্য, দ্বন্দ্ব এখনও প্রকট। তিনি জানান, এনসিপি নিশ্চিত করবে, ইউনিট আহ্বায়ক কমিটিতে কেউ ‘মাই ম্যান’ পলিটিক্স করবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, ছাত্র সংসদের বিভিন্ন পদে থেকে যারা নিজের লোভ ও ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, তাদের এনসিপি বা ছাত্র সংসদে কোনো অবস্থান নেই। আগামীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে, এটাই আমাদের প্রতিশ্রুত।

২০২৪ সালের লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা সেই অভ্যুত্থান ও বিপ্লব থেকে বের হয়ে গণতান্ত্রিক যাত্রায় পা রেখেছি। আমাদের কাজ বড়, করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা না ভাসিয়ে দিই।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *