আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরায়েলের বিমান হামলায় লেবাননের বেইরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হায়থম আলি তাবাতাবাইসহ আরও চারজন নিহত হয়েছেন। হিজবুল্লাহর সিনিয়র কর্মকর্তা মাহমুদ ক্বমাতি জানিয়েছেন, এই হামলা ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং সংগঠনটি প্রতিশোধ নেওয়ার বিষয়ে ভাবছে। খবর- আল জাজিরা
যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার শহরগুলোতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। খান ইউনিস ও তুফ্ফাহ এলাকায় দুই সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যারা অস্ত্রধারী ছিলেন না।
এছাড়াও, হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরাকে জানিয়েছে, আজ সকালে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় হামাসের একটি প্রতিনিধি দল মিশরে গিয়ে গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা করছে।
একই সময়ে, গাজার পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত ১৬ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।