দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে ৩১ জন বন্দি নিহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাচালা শহরের কারাগারটিতে সারাদিন ধরে সহিংসতা চলে। সোমবার (১০ নভেম্বর) দেশটির কারা সংস্থা এসএনএআই এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গুয়াকিলের দক্ষিণে অবস্থিত বন্দরনগরী মাচালার কারাগারে ২৭ জন বন্দি ‘শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে’ মারা গেছেন। একই কারাগারে পৃথক ঘটনায় আরও চার বন্দির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দাঙ্গা ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দিদের একটি নতুন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় স্থানান্তরের সিদ্ধান্ত থেকেই এই সহিংসতার সূচনা হয়।
ইকুয়েডরের কারাগারগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, যাতে শত শত বন্দি প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিলেও, প্রশাসন বলছে—কারাগারগুলোতে আধিপত্য বিস্তার ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর লড়াই এই সহিংসতার মূল কারণ।
গত সেপ্টেম্বরে একই কারাগারে দলবদ্ধ সংঘর্ষে ১৪ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েক দিন পর কলম্বিয়া সীমান্তের কাছের শহর এসমেরালডাসে আরেকটি দাঙ্গায় আরও ১৭ জন বন্দি প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কারাগারের ভেতর থেকে গুলির শব্দ, বিস্ফোরণ এবং সাহায্যের জন্য আর্তনাদ শোনা যাচ্ছিল। প্রশাসন পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।