পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ জৃন) দুপুরে পালিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবাইদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি সাদেক আহমদ, সহ-সভাপতি নোমান আহমাদ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান-সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সংগঠনটির সভাপতি সাদেক আহমেদ জানান, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এটি পালিত হয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।’
এসময় প্রক্টর অধ্যাপক মো. শাহীনুজ্জামান বলেন, ‘পরিবেশ রক্ষা ও সবুজ ক্যাম্পাস গঠনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’