আন্তর্জাতিক

ইরানিরা স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Published

on

ইরানে চলমান বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটির জনগণ ইতিহাসের নজিরবিহীনভাবে স্বাধীনতার দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে প্রস্তুত।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানের মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে ট্রাম্প ইরানকে ‘গুরুতর সমস্যায়’ পড়েছে বলে উল্লেখ করে বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন।ইরান সরকার অবশ্য এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে এবং নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানের কথা জানিয়েছে। বিপ্লবী গার্ড বাহিনী ও নিয়মিত সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা ও অবকাঠামো রক্ষাকে ‘রেড লাইন’ ঘোষণা করেছে।মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটেছে এবং হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে। এ পরিস্থিতিতে সরকার ইন্টারনেট সংযোগ সীমিত করেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version