Connect with us

top1

ওমরাহ ভিসার মেয়াদ এক মাসে নামিয়ে আনল সৌদি সরকার

Published

on

সৌদি আরবে শীত মৌসুম শুরু হওয়ায় দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে ও আরও বেশি মুসল্লিকে সুযোগ দিতে ওমরাহ ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস নির্ধারণ করেছে। ভিসা ইস্যুর দিন থেকেই মেয়াদ গণনা শুরু হবে।

গত জুনে নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে, যা পাঁচ মাসেরও কম সময়ে সর্বোচ্চ সংখ্যক ভিসা প্রদানের রেকর্ড।

নতুন নিয়ম অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই ওমরাহ ভিসার মেয়াদ এক মাস কার্যকর হবে। কেউ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদিতে না গেলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তবে সৌদি সরকার জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ কমানো মানে এই নয় যে ভিসাধারী দেশে এসে মাত্র এক মাসই থাকতে পারবেন। কেউ ভিসার অনুমোদিত তিন মাস সৌদিতে অবস্থান করতে পারবেন, তবে এক মাসের পর আর ওমরাহ পালন করতে পারবেন না।

সৌদির ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফর বলেন, শীতের মাসগুলোতে সাধারণত ওমরাহ যাত্রীদের ভিড় বেড়ে যায়। কাবা শরিফে অতিরিক্ত ভিড় এড়াতে ওমরাহ ভিসার মেয়াদ এক মাসে নামিয়ে আনা হয়েছে।

ওমরাহ মূলত মক্কায় সম্পন্ন হয়, তবে অনেকে ইবাদত শেষে মদিনায় গিয়ে হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে ওমরাহ যাত্রার পরিকল্পনা আগের চেয়ে আরও নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে ভ্রমণকারীদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *