আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য এসেছে বড় সুখবর। নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি পাবেন তারা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এমনিতেই সাধারণ ছুটি হিসেবে পালিত হবে। এর পরের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব গৃহীত হয়েছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে তাদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে ভোটগ্রহণের আগে ও সময় তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসসচিব এসব তথ্য তুলে ধরেন।
সব মিলিয়ে নির্বাচন উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি যেমন আনন্দের বার্তা বয়ে এনেছে, তেমনি ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।