২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এক চরম নাটকীয় মোড় নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ইতিবাচক সাড়া না দেওয়ায় কঠোর অবস্থান নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সংস্থাটির বোর্ড সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে না গেলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের খবর, আইসিসি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে, ভারতে গিয়ে খেলার ব্যাপারে তাদের ও সরকারের চূড়ান্ত অবস্থান দ্রুত জানাতে হবে।
যদিও বিসিবি এর আগে কোনো নির্দিষ্ট সময়সীমার (ডেডলাইন) কথা অস্বীকার করেছিল, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আইসিসি বোর্ড বৈঠকের পর বিসিবিকে তাদের সিদ্ধান্ত জানানোর জন্য আর মাত্র এক দিন সময় দেওয়া হয়েছে।
আগামী ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচ ভারতের ভেন্যুতে। কিন্তু মুস্তাফিজুর রহমান ও আইপিএল কেন্দ্রিক সাম্প্রতিক কিছু বিতর্ক এবং নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অনীহা প্রকাশ করে আসছে।
বিসিবির প্রস্তাব ছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক অথবা গ্রুপ পরিবর্তন করা হোক। তবে আইসিসি এই দাবিগুলোতে সায় দেয়নি।
এদিকে, যদি নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ইতিবাচক সাড়া না দেয়, তবে বিশ্বকাপে বাংলাদেশের শূন্যস্থান পূরণে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা সবচেয়ে বেশি