শীত মৌসুম শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। গত দু-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৬০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫-২০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও বেড়েছে। ক্রেতারা জানান, গত কয়েকদিনে তুলনামূলকভাবে কম দামে সবজি কিনলেও এখন ১০-২০ টাকা করে দাম বেড়ে গেছে। মালিবাগের ক্রেতা সাবিনা বলেন, ‘কয়েকদিন আগেই ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি। আজ তা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দরদাম শেষে ৪০ টাকায় কিনতে হয়েছে।’
বিক্রেতারা জানিয়েছেন, শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। শীত শেষ হওয়ার কারণে পাইকারি বাজারে সরবরাহ কমতে শুরু করেছে। ফলে খুচরা বাজারেও দাম বাড়ছে।
তিতাস গ্যাসের মতো অন্যান্য মৌসুমী সরবরাহ সমস্যা না থাকলেও বাজারে শীতশেষের প্রভাব স্পষ্ট, যা ক্রেতাদের খরচে প্রভাব ফেলছে।