top1

ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, সচেতন থাকতে হবে: তারেক রহমান

Published

on

ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। 

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ দাবি করেন। সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির পেজ ‘বিএনপি মিডিয়া সেল’ থেকে তারেক রহমানের বক্তব্যটি সরাসরি সম্প্রচার করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। আগামীতেও প্রতিহত করবে।

তারেক রহমান বলেন, বিগত বছরগুলোতে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে। 

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মঞ্চে উঠেন। এসময় স্লোগানে মুখরি হয়ে উঠে আলিয়া মাদ্রাসা মাঠ। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।

এর আগে বিমানবন্দর এলাকার গ্রান্ড সিলেট হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখান থেকে আলিয়া মাদ্রাসার উদ্দেশে রওনাকালে পথে পথে বিশেষ করে প্রবেশপথে চৌহ্রাটা মোড় এলাকায় অপেক্ষমাণ হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিতে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ১১টার দিকে সভাস্থলে পৌঁছান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপর ১২টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন।

সভায় সকালেই উপস্থিত হন সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীরা। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও সমাবেশের মঞ্চের পাশে অবস্থান নিতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version