ডেস্ক নিউজ
গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া আরো দেরিতে হতে পারে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে। ফলে মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত তাকে বিদেশ নেওয়া হবে না।
কাতারের আমিরের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে গতকাল শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি সমস্যার কারণে ওই এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে। ফলে চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার তাকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে।
এদিকে তাকে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন। পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যান। সন্ধ্যায় খবর পাওয়া যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, উদ্বেগজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা তার অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল রোববার লন্ডনে নেওয়া হতে পারে। অন্যথায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। পাশাপাশি তার কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একটি সমস্যার উন্নতি হলে নতুন করে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। ইতোমধ্যে কয়েক দফা ডায়ালাইসিসও করতে হয়েছে। শরীর থেকে পানি ও কার্বন ডাই-অক্সাইড বের করা এবং অক্সিজেনের মাত্রা ও প্ল্যাটিলেট ঠিক করতে চিকিৎসকদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এরই মধ্যে চীন থেকে এসেছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, যুক্তরাজ্য থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তারা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন।