ডেস্ক নিউজ
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পাশে খালি মাঠে হেলিকপ্টার নামানোর মহড়া চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাসপাতালের পাশে দুটো মাঠের ওপরে চক্কর দিয়ে হেলিকপ্টার নামানোর সম্ভাব্যতা যাচাই করা হয়।
এর আগে গত বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (এস এস এফ) এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার ১২টা বিকাল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।