রাজনীতি

জরুরি বৈঠকে জামায়াতের নির্বাহী পরিষদ

Published

on

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এ বৈঠকে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে দলগুলোর আসন বণ্টন করা হয়। এতে ৪৭টি আসন রেখে বাকি ২৫৩ আসনে সমঝোতা হয়েছে বাংলাদেশ জামায়াতসহ ১০ দলের মধ্যে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন নির্বাচনি ঐক্য থেকে বের হয়ে যাওয়ায় ফাঁকা রাখা আসনগুলোর প্রার্থিতা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version