Connect with us

top1

জুনাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না -নাহিদ ইসলাম

Published

on

ডেস্ক নিউজ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যেতে হবে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, গত ১৬ বছরে শিক্ষকদের পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে হয়েছে। সেই ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল করা সম্ভব নয়।

তিনি আরোও বলেন, বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষা খাতের সংস্কার করতে হবে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে মূল থেকে পরিবর্তন করতে না পারি, তাহলে রাষ্ট্রের আমূল পরিবর্তনও সম্ভব নয়। সরকারের শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা সেই লড়াই চালিয়ে যাব।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-শিক্ষকদের ঐক্যের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে অমলিন থাকবে।

অনুষ্ঠানে ইউটিএফ-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন, ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী। 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনঃনির্ধারণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’- যা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-পন্থী শিক্ষকদের একটি নতুন সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *