Connect with us

top1

ট্রাম্পের হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলী হামলা, নিহত অন্তত ৭০

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কিছু অংশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ‘হামাস’র মেনে নেওয়ার কথা বলার পর ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ আহ্বান সত্ত্বেও অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলকার ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার বোমা ও বিমান হামলায় নিহত ৭০ জনের মধ্যে কমপক্ষে ৪৫ জন গাজা শহরের বাসিন্দা। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইসরায়েলি সেনাবাহিনী এ শহরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যার ফলে প্রায় ১০ লাখ বাসিন্দাকে জনাকীর্ণ দক্ষিণে পালিয়ে যেতে হয়েছে।

চিকিৎসকরা জানান, গাজা শহরের তুফাহ পাড়ায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ হামলায় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে শেয়ার করা এক বিবৃতিতে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতজন শিশু রয়েছেন। এছাড়া ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুত শিবিরকেও লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। যেখানে দুই শিশু নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় দখলকার ইসরায়েলি হামলায় ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকৃত নিহতের সংখ্যা এর তিনগুণ হতে পারে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *