Connect with us

রাজনীতি

তাসনিম জারার মনোনয়ন বাতিল

Published

on

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবুজবাগ থানা সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় যাচাই-বাচাই শেষে এ তথ্য জানানো হয়েছে। ভোটার সংক্রান্ত তথ্য না জানার কারণে কিছু স্বাক্ষরে অনিচ্ছাকৃত ভুল হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাসনিম জারা।

রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, স্বাক্ষরকারীরা বিশ্বাস করেই স্বাক্ষর দিয়েছেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার, তবে বাস্তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা ওই আসনের ভোটার নন।

তাসনিম জারা বলেন, একজন স্বাক্ষরকারী নিজে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটার নম্বর যাচাই করার চেষ্টা করলেও তা খুঁজে পাননি। তার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী সে নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার মনে করেছিলেন। একইভাবে আরেকজন স্বাক্ষরকারীর ক্ষেত্রেও একই ভুল হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

Published

on

By

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।

সোমবার (৫ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বাম গণতান্ত্রিক জোটের নেতারা নেতারা ম্যাডাম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন। একইসঙ্গে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকারের সময়ও নিয়ে এসেছেন।

জানা গেছে, বাম জোটের নেতারা বেলা ১১টায় গুলশানে চেয়ারপার্সন অফিসে শোক বইয়ে স্বাক্ষর শেষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বাম গণতান্ত্রিক জোট শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে একটি সূত্র জানায়, আলোচনায় বাম জোটের নেতারা সন্তুষ্ট হয়েছেন। চেয়ারম্যান তাদের কথা শুনেছেন।

Continue Reading

top1

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান : মির্জা ফখরুল

Published

on

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।’

রোববার (৪ জানুয়ারি) সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ দীর্ঘদিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কা প্রকাশ করলেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করছে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন এটি বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তা ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেই গঠনের আশাবাদ প্রকাশ করছি।’

মহাসচিব আরও বলেন, ‘যে সুযোগ আমরা পেয়েছি, সেটি কাজে লাগাতে হবে। আজকে সুযোগ এসেছে এবং আমাদের এটি কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে তৈরি হয় না, যেমন গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’

এর আগে বিকেল ৩টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 

এরপর হজরত শাহজালাল মসজিদে আসরের নামাজ শেষে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনি হজরত শাহপরাণের (রহ.) মাজারেও জিয়ারত করবেন।

Continue Reading

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগকারীদের সঙ্গে আলোচনা চলছে: আখতার

Published

on

By

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন, তবে আমরা এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।”

আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন বলেন,“আসন বিন্যাসের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী সমঝোতা—আগেই আমাদের আহ্বায়ক এ কথা বলেছেন।”

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“যে দল স্বৈরাচার তৈরি করেছে, তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারে। জাতীয় পার্টিকে নির্বাচনে সুযোগ দেওয়া মানে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা।”

এ সময় ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন,“ভেনেজুয়েলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের পরিপন্থী। বিশ্বের প্রতিটি দেশের আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত।”

Continue Reading

Trending