আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Published

on

 আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর অভিবাসন নীতি গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, তার প্রশাসন ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসী গ্রহণ স্থায়ীভাবে স্থগিত করবে। তার দাবি, পূর্ববর্তী প্রশাসন—বিশেষ করে জো বাইডেনের সময়ে—যেসব মানুষের ‘অবৈধ প্রবেশাধিকার’ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হবে। প্রয়োজন নেই এমন ব্যক্তিদের দেশ থেকে অপসারণের কথাও উল্লেখ করেছেন তিনি।

তবে ঠিক কোন কোন দেশকে তিনি ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে চিহ্নিত করছেন, কিংবা ‘স্থায়ীভাবে স্থগিত’ মানে নীতিগতভাবে কী পরিবর্তন আসছে—এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখা দেননি ট্রাম্প।

তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন ব্যক্তিদের জন্য সব ধরনের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। একই সঙ্গে এমন অভিবাসীদের নাগরিকত্বের প্রক্রিয়া থামানো হবে, যাদেরকে তিনি ‘অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি’ হিসেবে দেখছেন। নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে বা ‘পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’—এমন বিদেশিদের বহিষ্কারের পরিকল্পনার কথাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।

হোয়াইট হাউসের সামনে গুলিতে আহত হয়ে ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা যাওয়ার ঘটনায় ট্রাম্প এ মন্তব্য করেন। ওই হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়াল ২০২১ সালে একটি পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে অনুমোদন পাওয়া আশ্রয় মামলা এবং ১৯টি দেশের নাগরিকদের গ্রিন কার্ড প্রদানের প্রক্রিয়া পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version