ডেস্ক নিউজ
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির পক্ষে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌর শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহীদ রিফাত পার্কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মনিরুজ্জামান বাহলুল। সভাপতিত্ব করেন পৌর আমীর জনাব আবুল কাশেম প্রধানীয়া।
সমাবেশে সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, জাতির স্বার্থে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে এই ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরি।
পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।
২. আগামী নির্বাচনে উভয় কক্ষে ‘পিয়ার পদ্ধতি’ চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।