তথ্য প্রযুক্তি যত না সহজ করে দিয়েছে, ততই নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে। শঙ্কায় থাকতে হয় ব্যবহারকারীদের। কঠিন পাসওয়ার্ড না দিলে অনায়াসে হ্যাক করতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।
তাই আসুন পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না যাচাইয়ের উপায় এবং নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর কৌশল জেনে নিই:
অস্বাভাবিক কার্যকলাপ দেখলেই সতর্ক হন:
ইমেইল না পড়লেও ‘রিড’ দেখালে। নিজে বার্তা না পাঠিয়েও বার্তা গেলে। হঠাৎ লগ আউট হয়ে গেলে।
এগুলো আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ইঙ্গিত হতে পারে।
পাসওয়ার্ড বা ইমেইল ফাঁস হয়েছে কিনা তা চেক করুন:Have I Been Pwned দিয়ে জেনে নিন আপনার তথ্য কোনো ডাটা ব্রিচে পড়েছে কিনা।
ফাঁস হলে করণীয়: পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করুন।বড় হাতের অক্ষর (A-Z), ছোট হাতের অক্ষর (a-z)সংখ্যা (0-9) বিশেষ চিহ্ন (@, #, $, ইত্যাদি), এক পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করবেন না।
টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) চালু রাখুন। নিয়মিত নজরদারি করুন। ইমেইলে আসা সিকিউরিটি এলার্টগুলো পড়ুন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যাংক অ্যাপের নিরাপত্তা মনিটর করুন।
আগে থেকে সতর্ক থাকার চেষ্টা করুন।
সূত্র: সহজ আইটি