Connect with us

top3

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় জামায়াত প্রার্থীর ঘোড়ার গাড়ির শোভাযাত্রা

Published

on

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের আহ্বানে সুসজ্জিত ঘোড়ার গাড়ির শোভাযাত্রা করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

শনিবার সকালে পুরান ঢাকার সুরিটোলা স্কুল প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। ঢাকা-৬ সংসদীয় আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে গিয়ে তা শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নিয়ে ড. আব্দুল মান্নান বলেন, “ঘোড়ার গাড়ি পুরান ঢাকার অতীতের একটি মূল্যবান চিহ্ন। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের পরিচয়ের অংশ। আগামী প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরা এবং তা রক্ষায় জনসচেতনতা তৈরি করতেই আমাদের এই আয়োজন।”

ঐতিহ্য বজায় রেখে পুরান ঢাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমাদের স্লোগান হলো ‘আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা’। আমরা ইতিমধ্যে পুরান ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করেছি। জনগণের সমর্থন নিয়ে এই জনপদকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত শহরে পরিণত করতে চাই।”

শোভাযাত্রা চলাকালে সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমিন, মীর বাহার আমিরুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিনসহ স্থানীয় নেতারা।