Connect with us

তথ্য ও প্রযুক্তি

ফোনের পারফরম্যান্স বাড়াতে যা করবেন

Published

on

মোবাইল ফোনে স্টোরেজ পূর্ণ হলে ধীরগতি হয়ে যায়। টেকনিকালি যা করতে পারি:

ফোনের পারফরম্যান্স বাড়াতে ক্যাশ ক্লিয়ার করবেন যেভাবেস্মার্টফোনে জমে থাকা ক্যাশে ডেটা মাঝে মাঝে ফোনকে ধীর করে তোলে।

নিচে ক্যাশ ক্লিয়ার করার সহজ পদ্ধতি দেওয়া হলো-

১. অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের ক্যাশ ক্লিয়ার করার নিয়ম: Settings এ যান। Apps বা Applications অপশনে যান। যে অ্যাপটির ক্যাশে ক্লিয়ার করতে চান সেটি নির্বাচন করুন। App Info পেজে Storage অপশনে যান। এখানে আপনি পাবেন। Clear Cache বাটন — ক্লিক করুন। চাইলে Clear Data চাপতে পারেন। তবে এতে অ্যাপের সব সেটিংস মুছে যেতে পারে, সতর্ক থাকুন।

২. ব্রাউজারের ক্যাশে ক্লিয়ার করার নিয়ম (যেমন: Chrome, Firefox): আপনার ফোনে ব্রাউজার ওপেন করুন। উপরে ডান পাশে থাকা ☰ বা ⋮ মেনুতে ট্যাপ করুন। Settings বা History এ যান। নির্বাচন করুন: Clear browsing data. টিক দিন:✅ Cached images and files✅ Cookies and site data, তারপর ট্যাপ করুন ‘Clear data’.

সূত্র: সহজ আইটি

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.