Connect with us

তথ্য ও প্রযুক্তি

মোবাইল নেটওয়ার্ক সমস্যা দূর করতে যা যা করতে হবে

Published

on

দৈনন্দিন জীবনে মোবাইল একটি অবিচ্ছেদ্য অংশ হয়েছে। মোবাইল চালাতে হলে নেটওয়ার্ক প্রয়োজন পড়ে থাকে। যা সচেতনতা ও পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে অনেকাংশ।

📶 মোবাইলে নেটওয়ার্ক সমস্যা দূর করতে যা করতে পারেন—

ফোন রিস্টার্ট দিন।

মোবাইল বন্ধ করে চালু দিলে সমস্যা যায় কিনা দেখুন।

এয়ারপ্লেন মোড অন-অফ করুন: কয়েক সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড চালু করে বন্ধ করুন। এটি নতুন করে নেটওয়ার্ক খুঁজে পায়।

সিম কার্ড চেক করুন: সিম খুলে পরিষ্কার করে ভালোভাবে লাগিয়ে দেখুন।

অন্য ফোনে সিম তুলে পরীক্ষা করুন। নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন : Settings > System > Reset > Reset network settings : Settings > General > Transfer or Reset iPhone > Reset > Reset Network Settings

ম্যানুয়ালি নেটওয়ার্ক খোঁজ করুন: Mobile network > Network operators > Search networks.

সেটিংস চেক করুন (ডেটা না চললে) Mobile Network > Access Point Names.

সফটওয়্যার আপডেট করুন: পুরনো সফটওয়্যারের কারণে সমস্যা হতে পারে। Software Update থেকে আপডেট দিন।

লোকেশন চেক করুন্: নেটওয়ার্ক কভারেজ বিহীন এলাকায় থাকলে এই সমস্যা হতে পারে।

অন্য সিম দিয়ে দেখুন বা আপনার সিম অন্য ফোনে তুলে দেখুন নেটওয়ার্ক আসে কিনা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.