Connect with us

top2

শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ, তদন্তে ডিবি

Published

on

ডেস্ক নিউজ

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জানান, রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। তাই আসামি শিশির মনির এবং ইউটিউব চ্যানেল ডিএসএন বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অভিযোগে বলা হয়, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। এসব উপেক্ষা করে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ‘রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। রাজনৈতিক ফায়দা হাসিল করতে ইচ্ছাকৃতভাবে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *