Connect with us

নারী

সরিষাবাড়ীতে অনলাইন জুয়া চক্রের সদস্য আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ 

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টায় ২৬ বীর ব্যাটালিয়নের একটি বিশেষ দল, ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন এর নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চক্রের চার সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭) ,স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)।

অভিযানে জব্দকৃত সামগ্রী –বাটন ফোন : ৫টি, অ্যান্ড্রয়েড ফোন : ৯টি,আইফোন : ১টি,সিমকার্ড : ৪১টি,মেমোরি কার্ড : ২টি, ডেবিট/ক্রেডিট কার্ড : ৪টি, পাসপোর্ট : ২টি, জাতীয় পরিচয়পত্র : ৫টি, ল্যাপটপ : ১টি, সিপিইউ : ২টি, মনিটর : ১টি, নগদ টাকা : ২০,৪২৯ টাকা।

অভিযানের পর আটককৃতদের ও জব্দকৃত মালামাল গুলো সরিষাবাড়ী থানার তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ জসিম আনুষ্ঠানিকভাবে এসব বুঝে নেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই চক্রটি গোপনে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত ছিল। তাদের কার্যক্রমে এলাকার যুবসমাজ ব্যাপকভাবে বিপথে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সফল এই অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.