অলটাইম নিউজ ডেস্ক
এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকায় নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে প্রতিপক্ষ হংকং। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২–১ গোলের হার পেছনে ফেলে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের দল।
দুই ম্যাচে এক ড্র ও এক পরাজয়ে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের অবস্থান নাজুক। আজ জয় না এলে কার্যত শেষ হয়ে যাবে মূলপর্বে ওঠার আশা। তাই ম্যাচটিকে বাঁচা-মরার লড়াই হিসেবেই দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা ও তার শিষ্যরা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ইনজুরি কিছুটা সমস্যা হলেও আমাদের প্রস্তুতি ভালো। যারা আছেন, তারা তিন পয়েন্ট এনে দিতে পারবেন।
দলে ফিরেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী সামিত সোম। অভিষেক হতে পারে যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের। ইতালি প্রবাসী তারিক কাজী ও ফাহমিদুল ইসলামও রয়েছেন দলে।
ইনজুরিতে সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ছিটকে গেছেন। অধিনায়ক তপু বর্মণ ও মিডফিল্ডার আল আমিনও পুরোপুরি ফিট নন।
অন্যদিকে, প্রতিপক্ষ হংকংয়ের ফর্ম বেশ ভালো। এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে তারা সুবিধাজনক অবস্থানে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো ও ফের্নান্দো অগুস্তো বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় হুমকি হতে পারেন।
হংকংয়ের উইঙ্গার মাহামা আওয়াল বলেন, বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং। তবে আমরা প্রস্তুত ও আত্মবিশ্বাসী।
আজকের ম্যাচ জয় বা পরাজয়—দুইয়ের ওপরই নির্ভর করছে বাংলাদেশের এশিয়ান কাপে টিকে থাকার ভাগ্য। জয় পেলে নতুন আশা, হারলে হয়তো শেষ হয়ে যাবে স্বপ্নযাত্রা।