পিআর পদ্ধতির অধীনে নির্বাচন হলে সর্বাধিক মনোনয়ন বাণিজ্যের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাক শিমুল ইউনিয়নে গণসংযোগের সময় তিনি এই মন্তব্য প্রদান করেন।
এর আগে রংপুরে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পিআর পদ্ধতি নিয়ে বক্তব্য প্রদান করে উল্লেখ করেন, ‘যারা নির্বাচনে কোটি কোটি টাকার মনোনয়ন-বাণিজ্য করতে সক্ষম নয়, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে।’
গোলাম পরওয়ারের এই বক্তব্যের প্রেক্ষিতে রুমিন ফারহানা বলেন, “যখন আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন করি, তখন যিনি এলাকায় জনপ্রিয় এবং জনগণের সাথে সম্পর্কিত, যিনি এলাকার সুখে দুঃখে পাশে থাকেন, তাকেই দল মনোনয়ন দিতে বাধ্য হয়। অন্যথায় সেই আসন হারানোর আশঙ্কা থাকে। সুতরাং পিআর পদ্ধতিতে সেই ভয় থাকে না। পিআর পদ্ধতিতে দল তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারে। ফলে মনোনয়ন বাণিজ্যও সেখানেই বেশি হবে।”
এছাড়া, চট্টগ্রামে মার্কিন সেনার উপস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি মন্তব্য করেন, “যেকোনো কৌশলগত সিদ্ধান্ত নির্বাচিত সরকার গ্রহণ করার অধিকার রাখে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মানুষের কল্যাণ বিবেচনায়, সরকারের উচিত রুটিন কাজের বাইরে না যাওয়া।”
তিনি আরো বলেন, “বর্তমান সরকার যদি অন্তবর্তীকালীন হয়, তবে এই সরকারের জন্য এটা গুরুত্বপূর্ণ যে, তারা যত বেশি বিতর্কমুক্ত থাকার চেষ্টা করবে, ততই মঙ্গল।”
এ সময় তার সঙ্গে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন