আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ২৫ বিলিয়ন ডলারের (দুই হাজার ৫০০ কোটি) একটি চুক্তিতে স্বাক্ষর করেছে তেহরান ও মস্কো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, শুক্রবার দুই দেশের মধ্যে এ চুক্তি চূড়ান্ত হয়। চুক্তিটি স্বাক্ষরিত হয় শুক্রবার যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রশ্নে ভোটাভুটি হওয়ার কথা।
ইরনা জানিয়েছে, এই চুক্তিতে রয়েছে দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিক শহরে ৫০০ হেক্টর (১,২৩৫ একর) স্থানে চারটি নতুন ইউনিট নির্মাণ করা। এই প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমান উপসাগরের ওপারে অবস্থিত। এই ইউনিটগুলো থেকে ‘জেনারেল থ্রি’র সঙ্গে মিলিত হয়ে পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, মস্কোতে ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে ইউনিটের সংখ্যা কতÑতা জানানো হয়নি। বর্তমানে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এটিও রাশিয়ার তৈরি, যার উৎপাদন ক্ষমতা এক গিগাওয়াট।
দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছিল মস্কো।
হামলার পেছনে ইসরাইলের যুক্তি ছিল ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের একেবারেই দ্বারপ্রান্তে। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে, তেহরান তার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।