Connect with us

রাজনীতি

জামায়াতের ১২ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালানো হবে। এ সময় মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারের মাধ্যমে ৫ দফা দাবির পক্ষে জনমত গঠনের চেষ্টা করবে দলটি। ১০ অক্টোবর রাজধানী ঢাকা ও সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

লিখিত বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জামায়াত দীর্ঘদিন ধরে জোরালো ভূমিকা পালন করে আসছে। এর বাস্তবায়নের জন্য তারা সরকারের কাছে দুটি প্রস্তাব দিয়েছে—প্রথমত, জুলাই জাতীয় সনদের জন্য একটি ‘সংবিধান আদেশ’ জারি করা এবং দ্বিতীয়ত, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, “জনগণের ন্যায্য দাবিগুলো কার্যকর করতে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া আমাদের বিকল্প নেই।” জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের পূর্বঘোষিত পাঁচ দফা জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তারা দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে।

দলের নেতারা মনে করেন, জনগণের অভ্যুত্থানের রক্তঝরা অর্জন রক্ষা করতে হলে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, নির্বাহী সদস্য সাইফুল আলম খান, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2025. powered by All Time News.