নিজস্ব প্রতিবেদক
বহুল প্রচারিত দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জামায়াতের আমন্ত্রিত প্রতিনিধি দলটি পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন বাবরের হাতে ফুল দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন।
এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমুখ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।
নয়া দিগন্তের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতা, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।