Connect with us

top3

ট্রাম্প ও শি সাক্ষাতে টিকটক চুক্তি “কনসুমমেট” হতে পারে এই সপ্তাহেই: স্কট বেসেন্ট

Published

on

ওয়াশিংটন, ২৬ অক্টোবর — যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতা শি জিনপিংয়ের বৃহস্পতিবারের বৈঠকে টিকটকের ভবিষ্যত স্থির করার চুক্তিটি সমাপ্ত হতে পারে। বেসেন্ট এই মন্তব্য করেছেন সানডে টিভি প্রোগ্রাম “ফেস দ্য নেশন”-এ। তিনি জানিয়েছেন, মালয়েশিয়ায় দুই দেশের কর্মকর্তা-মণ্ডলীর আলোচনার পর বৈদেশিক-বাণিজ্য সংক্রান্ত অগ্রগতি হয়েছে এবং টিকটক সংক্রান্ত “চূড়ান্ত চুক্তি” হয়েছে বলে তার বিশ্বাস।

বেসেন্ট বলেন, “আজকের অবস্থায় সব কাহিনি মিহি করে সমাধান করা হয়েছে এবং দুই নেতার সম্মুখে তা কনসুমমেট হওয়া বাকি।” তিনি আরও বলেন তার কাজ ছিল চীনা পক্ষকে লেনদেন অনুমোদনে রাজি করানো এবং বর্তমানে দুইদিনে সে লক্ষ্য অর্জিত হয়েছে বলে তিনি মনে করেন।

তবে বেসেন্টের মন্তব্যগুলো সեպ্তেম্বরে হোয়াইট হাউসের মাদ্রিদের বৈঠকের পর ঘোষিত টিকটক চুক্তির কাঠামোর পুনরাবৃত্তির বেশি কিছু নয়। সাম্প্রতিককালে চুক্তির কোন কোন বিষয়ে নতুন সমাধান আনা হয়েছে বা এতে কি ধরণের মৌলিক পরিবর্তন ঘটেছে—তা এখনও স্পষ্ট নয়। সেপ্তেম্বরে ঘোষিত কাঠামো অনুযায়ী, টিকটকের মার্কিন_ops-এর বৃহত্তাংশই আমেরিকান বিনিয়োগকারীদের মালিকানায় যাবে এবং চীনের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সের অংশীদারি ২০ শতাংশের কম থাকবে; বাইটড্যান্স অ্যাপটির অ্যালগরিদমের একটি নকল কপি মার্কিন অফিসে লাইসেন্স করে দেবে বলে বলা হয়েছে, যাতে সেটা চীনা নিয়ন্ত্রণের বাইরে থাকে।

টিকটককে মার্কিন মাটিতে চালিয়ে রাখার শর্ত হিসেবে এক নির্বাহী আদেশে ট্রাম্প জানিয়েছিলেন যে এই বিন্যাস ২০২৪ সালের আইনের শর্ত পূরণ করবে—সেই আইন অনুযায়ী বাইটড্যান্স বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। আইনটি কংগ্রেস পাস করে নেয়া হয়েছিল উদ্বেগের কারণে যে চীনা মালিকানায় থাকা জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি আমেরিকানদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ভিডিও ফিডের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াতে পারে।

টিকটক ও বিক্রয় লেনদেনে নেতৃত্ব দিচ্ছেন এমন উপ-প্রধান ডেপুটি/মধ্যস্থ প্রতিনিধিদের মধ্যে একজন জেডি ভ্যান্সের পক্ষ থেকে কিংবা টিকটকের পক্ষ থেকে তৎক্ষণাৎ মন্তব্য মেলেনি। বিষয়টি দুই নেতা-পক্ষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করার দিকে যাচ্ছে—তবুও চুক্তির চূড়ান্ত কাগজপত্র, বাস্তবায়নের সময়সূচি ও নিয়ন্ত্রক নিশ্চয়তা সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *