আফ্রিকার দেশ বতসোয়ানার করোয়ে খনিতে আবিষ্কৃত হয়েছে এক বিস্ময়কর অর্ধগোলাপি হীরা। প্রায় ৩৭ দশমিক ৪১ ক্যারেট (প্রায় ৭ দশমিক ৫ গ্রাম) ওজনের এই হীরাটিকে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কালে আবিষ্কৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলাপি হীরাগুলোর একটি হতে পারে এটি।
হীরাটির দৈর্ঘ্য প্রায় এক ইঞ্চি, যার এক পাশে মলিন গোলাপি আর অন্য পাশে বর্ণহীন অংশের মাঝে রয়েছে একটি সুস্পষ্ট বিভাজনরেখা— যা একে আরও অনন্য করে তুলেছে।
হীরা বিশেষজ্ঞ ও ডায়মন্ড কাটিং প্রতিষ্ঠান এইচবি অ্যান্টওয়ার্পের সহপ্রতিষ্ঠাতা ওডেড মানসোরি বলেন, “এ পাথরটি পলিশ করার পর এখন পর্যন্ত আবিষ্কৃত গোলাপি হীরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর গাঢ় রং করোয়ে খনির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রতিফলন।”
বিশেষজ্ঞরা জানান, এমন রঙের হীরা অত্যন্ত বিরল। প্রায় ৩০০ কোটি বছর আগে পৃথিবীর গভীরে, পৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার কিলোমিটার নিচে, তীব্র তাপ ও চাপে কার্বন পরমাণু থেকে এটি গঠিত হয়েছিল। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে পরে এটি পৃথিবীর পৃষ্ঠে উঠে আসে।
সাধারণত হীরা ভেতরের অপদ্রব্যের কারণে রং ধারণ করে। কিন্তু গোলাপি হীরার রং সৃষ্টি হয় কাঠামোগত বিকৃতির ফলে—ভূতাত্ত্বিক চাপে যখন এর স্ফটিক বিন্যাস পরিবর্তিত হয়। তবে অতিরিক্ত বিকৃতি হীরাকে বাদামি করে তোলে।
জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার (জিআইএ) বিশেষজ্ঞদের মতে, এই অর্ধগোলাপি হীরার গোলাপি অংশটি আগে এবং বর্ণহীন অংশটি পরে গঠিত হয়। যদিও এর আগে দুই ক্যারেটের বেশি ওজনের এমন কোনো অর্ধগোলাপি হীরা পাওয়া যায়নি।
করোয়ে খনিটি এর আগেও একাধিক বিশাল হীরার উৎস ছিল। এখান থেকেই পাওয়া গেছে ১,৭৫৮ ক্যারেটের সেওয়েলো, ৫৪৯ ক্যারেটের সেথুনিয়া এবং সম্প্রতি ২,৪৮৮ ক্যারেটের মটসওয়েদি—যা গত ১২০ বছরে বিশ্বের অন্যতম বৃহত্তম হীরা হিসেবে বিবেচিত।
নতুন আবিষ্কৃত অর্ধগোলাপি হীরাটির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে এর ওজন, কাট, রং ও স্বচ্ছতা বিবেচনায় এটি বহু মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে এটি এইচবি অ্যান্টওয়ার্পের কাছে সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে একটি বিরল গোলাপি হীরা নিউইয়র্কের সোথেবিস নিলামে বিক্রি হয়েছিল ৩ কোটি ৪৮ লাখ ডলার দামে—যা ইতিহাসের সবচেয়ে মূল্যবান গোলাপি হীরাগুলোর একটি হিসেবে স্বীকৃত।