টিকটক দিয়ে পরিচিতি পেলেও শখের বশে মাঝেমধ্যেই মিউজিক ভিডিও নিয়ে হাজির হন শামীমা আফরিন অমি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘হায়রে ১২ মাস’।মুক্তির পাঁচ দিনে আধুনিক ফোঁক ধাচের এ গান ভিডিওটি ইউটিউবে দেখেছে ২৬ লাখেরও বেশি দর্শক। ভিডিওটিতে লাইক পড়েছে প্রায় ৭৩ হাজার এবং মন্তব্য জমা পড়েছে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি। কেউ কেউ বলছেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে সবখানেই এখন ১২ মাস। টিকটক থেকে দেখতে এলাম। খুব সুন্দর হয়েছে।’ আবার কেউ বলছেন, ‘বলিউড নায়িকাদের মতো লাগছে।’ এ ছাড়া কেউ বলছেন, ‘অসম্ভব সুন্দর। অমির ড্যান্সটা আরো বেশি সুন্দর হয়েছে।’