ডেস্ক নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাকারিয়া আলমে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। ঐদিনই সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পোস্টার সাঁটানো। ঐদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী এবং বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে মল্লিক বাজার থেকে র্যালি। পরদিন ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের বিশ্ববিদ্যালয়, মহানগর ও জেলায় আলোচনা সভা। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ছাত্রদল জানায়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাফিজ উদ্দিন নাহিদ আজাদ যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁরা সকল পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফল ও সার্বিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।