ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সদ্য প্রয়াত প্রফেসর ড. এ.এইচ.এম ইয়াহইয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত নয়টায় ঢাকার ডেমরায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা গত বুধবার (৫ নভেম্বর) বাদ যোহর তার নিজ গ্রাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে ওনাকে দাফন করা হয়।
তার জানাজায় ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ ইবির বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন শোক প্রকাশ করেছে।
তিনি কর্ম জীবনে একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, প্রক্টর, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন সহ নানাবিধ দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলেরও সদস্য ছিলেন। তিনি একইসাথে দীর্ঘদিন ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় মসজিদ, ও কুষ্টিয়া কলেজ মোড় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন। তিনি নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।